ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত সিনেমা ‘জংলি’ এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে। মুক্তির পর থেকেই সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় হাউসফুল শো চলছে।
মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল সাড়ে ৬ লাখ টাকা। আর মুক্তির ২০তম দিনে সিনেমাটি আয় করেছে ২০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে সিয়াম লেখেন, “রিলিজের দিন না, পহেলা বৈশাখ না, কোনো শুক্রবারও না।”
তিনি আরও লিখেছেন, “মুক্তির বিশতম দিনে এসে যে সিনেমা এমন অবিশ্বাস্য সাড়া পায়, সেই সিনেমা যে দর্শকদের হৃদয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে। সেই বার্তা আমরা পেয়ে গেছি। ‘জংলি’র জন্যে ভালোবাসার এই মিছিল দীর্ঘ হোক।”
এম রাহিম পরিচালিত এই সিনেমায় উঠে এসেছে বাবা-মেয়ের সম্পর্কের আবেগঘন গল্প, যা অনেক দর্শকের চোখে জল এনেছে।
চরিত্র অনুযায়ী সিয়ামকে দেখা যায় ‘জনি’ থেকে ‘জংলি’ হয়ে উঠতে। সিনেমার প্রথমার্ধে যেখানে তিনি পরিচিত ‘চকলেট বয়’ লুকে, পরের অর্ধে ছিলেন একেবারে ভিন্নরূপে।
পর্দায় এবার তিনি পাশের বাড়ির মিষ্টি ছেলে নন; বরং বখে যাওয়া, বেপরোয়া এক ‘জংলি’। সিয়ামের এমন রূপান্তর দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
বিডি প্রতিদিন/আশিক