একজন ভারতীয় লিজেন্ড ক্রিকেটার শচিন টেন্ডুলকারের কন্যা, অন্যজন ক্রিকেট দুনিয়ার উদীয়মান তারকা। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন চলছিল। ২০২০ সাল থেকে সারা তেন্ডুলকর ও শুভমন গিলের মধ্যে সম্পর্কের গুজব ছিল আলোচনায়।
শুভমনের খেলা দেখতে প্রায়ই মাঠে হাজির হতেন সারা। সামাজিক মাধ্যমে একে অপরের ছবিতে মন্তব্য, বলিউড পার্টিতে একসঙ্গে উপস্থিতি। সব মিলিয়ে তাঁরা ছিলেন নজরে। তবে এবার সেই সম্পর্কেই এসেছে টানাপোড়েন। সারা ইনস্টাগ্রামে শুভমনকে আনফলো করেছেন, এবং শুভমনও একই পথে হাঁটেন।
শুধু তাই নয়, দিন কয়েক আগে সারা এক ইঙ্গিতপূর্ণ পোস্টে লেখেন, “আমাকে বোকা বানাতে পারবে না।” তাঁর ওই বার্তা ঘিরে শুরু হয় জল্পনা—তবে কি বারবার সম্পর্কের গুঞ্জন শুনে বিরক্ত সারা?
শুভমনের ব্যক্তিগত জীবন ঘিরে আগে থেকেই নানা গুঞ্জন ছিল। কখনও পাঞ্জাবি ছবির নায়িকা, কখনও অবনীত কৌরের সঙ্গে সম্পর্কের জল্পনা ছড়ায়। এদিকে সারার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবরও সমান্তরালে চলছিল। আইপিএল হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, শুভমন খেললেই মাঠে থাকতেন সারা। কিন্তু এবার হয়তো সেই সম্পর্কের মোড় ঘুরেছে।
তাঁরা দু’জনেই সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ না খুললেও, ইনস্টাগ্রামে আনফলো এবং ইঙ্গিতপূর্ণ বার্তা তাঁদের দূরত্বের ইঙ্গিত দেয়।
বিডি প্রতিদিন/আশিক