প্রেম করেছেন দীর্ঘদিন, বাগদান সেরেছিলেন আগেই। এবার গোপনে বিয়ে সারলেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। দীর্ঘদিনের বান্ধবী ডিলান মেয়ারকে বিয়ে করেছেন তিনি। খুব কাছের কিছু বন্ধু ও পরিবারের উপস্থিতিতে নিজেদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই সমকামী যুগল।
২০১৯ সালের অক্টোবরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ক্রিস্টেন ও ডিলান। ২০২১ সালে তাদের বাগদান হয়। ডিলান মেয়ার একজন চিত্রনাট্যকার ও চলচ্চিত্র প্রযোজক, যিনি সায়েন্স ফিকশন সিরিজ ‘মিস ২০৫৯’-এর চিত্রনাট্য রচনা করেছেন।
টিএমজেড-এর প্রতিবেদন অনুযায়ী, বিয়ের খবর গোপন রাখেন ক্রিস্টেন ও ডিলান। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস থেকে বিয়ের সনদপত্র সংগ্রহ করেন, এরপর নিজেদের বাড়িতেই বিয়ে করেন তারা।
ঘনিষ্ঠ স্বজনদের মধ্যেই সীমাবদ্ধ ছিল এই আয়োজন। উপস্থিত ছিলেন অভিনেত্রী অ্যাশলে বেনসন ও তার স্বামী ব্র্যান্ডন ডেভিস। বিয়েতে গোপনীয়তা বজায় রাখতে নেওয়া হয়েছিল বিশেষ সতর্কতা।
টিএমজেড প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিয়েতে ক্রিস্টেন ছাই রঙের পোশাক পরেন, এবং খোলা চুলে হাজির হন অনুষ্ঠানে।
২০২২ সালের এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে স্টুয়ার্ট বলেন, “আমি ধুমধাম করে বিয়ে করতে চাই। আমরা হয়তো হঠাৎই সিদ্ধান্ত নেব—এই সপ্তাহান্তেই বিয়েটা হোক, তারপর সবার সঙ্গে দেখা করব। আসলে আমি পরিকল্পনা করতে পারি না। জানি না আমার পরিবার কেমন নেবে। তবে আমি এখনো বাচ্চার কথা ভাবিনি। আবার এমনও হতে পারে, হঠাৎ মনে হলো, সন্তান চাই। অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে আমার ভয় নেই। বাচ্চাদেরও ভয় পাই না। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি আমার কাছে ভয়ঙ্কর।”
২০১৩ সালে এক সিনেমার শুটিং সেটে প্রথম পরিচয় হয় ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ারের। তবে ২০১৯ সালের আগে তারা শুধুই বন্ধু ছিলেন। ২০২১ সালে ডিলান হাঁটুগেঁড়ে বসে প্রস্তাব দেন স্টুয়ার্টকে, এমনটাই জানান স্টুয়ার্ট ‘দ্য হাওয়ার্ড স্টার্ন শো’-তে। রোলিং স্টোন ম্যাগাজিনে গত বছর দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তারা সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। তখন থেকেই ‘টোয়াইলাইট’ তারকার ভক্তদের আগ্রহ ছিল—কবে বিয়ে করছেন স্টুয়ার্ট। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।
বিডি প্রতিদিন/আশিক