সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা ঈদে মুক্তির প্রথমদিনে প্রেক্ষাগৃহে আয় করেছিল ৬ লাখ ৫০ হাজার টাকা। সময়ের সঙ্গে আয়ের পরিমাণ বেড়েছে ছবিটির। এম রাহিমের পরিচালনায় সিনেমায় বাবা-মেয়ের গল্প তুলে ধরা হয়েছে।
সিয়াম বলেছিলেন, ‘জংলি’ লম্বা রেসের ঘোড়া। সিনেমা দেখতে সামনের দিনগুলোতেও দর্শক আসবে। মুক্তির ৩ সপ্তাহ পার হলেও ‘জংলি’র আয় বেড়েই চলেছে। প্রতিদিন আগের দিনের রেকর্ডও ভেঙে দিচ্ছে।
পরিচালক এম রাহিম জানান, মুক্তির ১৬ দিনে ‘জংলি’ ২ কোটি ৬ লাখ টাকা আয় করেছে। ২৬তম দিনে একদিনেই গ্রস কালেকশন হয়েছে ৩৫ লাখ ১১ হাজার টাকা। এটি সিনেমাটির একদিনে সর্বোচ্চ আয়।
ধারণা করা হচ্ছে, ‘জংলি’র মোট আয় ৩ কোটি টাকা ছাড়িয়েছে। সামনে এ সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার (২৫ এপ্রিল) থেকে কানাডা, যুক্তরাষ্ট্রেও ও যুক্তরাজ্যের ৪০টি থিয়েটারে চলছে সিনেমাটি। দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে ‘জংলি’। আয়ের পরিমাণও বেড়েছে।
জনি থেকে জংলি হয়ে ওঠা চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমার প্রথমার্ধে তাকে ‘চকলেট বয়’ লুকে দেখা গেলেও পরে তার লুক ও অভিনয় বদলে যায়। এবার তিনি পাশের বাড়ির ছেলে নন, বরং বখে যাওয়া এক ‘জংলি’।
এই সিনেমায় সিয়ামের সঙ্গে অভিনয় করেছে ছোট্ট নৈঋতা। পাখি নামের মেয়ের চরিত্রে তাকে দেখা গেছে। রাস্তায় রাস্তায় ঘুরে খাবার কুড়িয়ে খাওয়া, জংলির ঘরে গিয়ে প্রত্যাখ্যাত হওয়া, অতঃপর সিয়াম তার বাবার ভূমিকায় আসেন।
উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া ছবিতে সিয়ামের বিপরীতে আছেন শবনম বুবলী ও দীঘি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।
বিডি প্রতিদিন/আশিক