২৭ অক্টোবর, ২০১৯ ০০:১৯

এবার সোয়েটারের বিজ্ঞাপনে ছাগল

ডা. সজল আশফাক

এবার সোয়েটারের বিজ্ঞাপনে ছাগল

হয়তো একটু অবাক হওয়ার মতই। হ্যাঁ তাইতো। আমরা ছাগলের সাথে সংশ্লিষ্ট কোন বিজ্ঞাপন সচরাচর দেখি না। তবে হ্যাঁ, বাংলা চলচ্চিত্রে কচি ছাগলছানাকে নিয়ে নায়িকার নাচ-গানের দৃশ্য অনেকেই দেখে থাকবেন। 

এবার সেই ছাগলকে ব্যবহার করতে দেখা গেল সোয়েটারের বিজ্ঞাপনে কোমল এবং আরামদায়কের উপমা হিসেবে। শুধু নায়িকা নয়, নায়কেরও আবির্ভাব হয়েছে। নারী-পুরুষ উভয়েই ছাগলছানার সাথে মডেল হয়েছেন। 

একটি প্রতিষ্ঠানের সোয়েটার এর বিজ্ঞাপনে দেখা গেল এক সুদর্শন-সুদর্শনা পুরুষ-নারীকে ছাগলের সাথে মডেল হতে। নিউয়র্কের সাবওয়ে মানে পাতাল রেলের কামরাগুলোতে শোভা পাচ্ছে সোয়েটার পরা নারী-পুরুষ মডেলের সাথে ছাগলের নানা রকম বিজ্ঞাপনচিত্র এবং সাথে বিজ্ঞাপনীয় ভাষা।

ছাগল বলে যতই করি
অন্যকে কেউ হেয়,
এখন দেখি ছাগল দামী
অনেক কিছুর চেয়েও।
বোকাসোকা নিরীহকে
ছাগল বলে ডাকি,
কিন্তু আবার আমরাই ওর
অপেক্ষাতে থাকি।
ছাগলেরও ডিমান্ড ভালোই
খৎনা আকিকাতে,
কোরবানিতে ছাগলসহ
দড়ি দেখি হাতে।

'ছাগলে কী না খায়' এমন
কথাও আছে চালু
ছাগলকে খায় সবাই মিলে
মিলাই সাথে আলু।

এত কিছুর পরেও ছাগল
মর্যাদা পায় ফিল্মে
আদর করে নায়িকা দেয়
জায়গা বুঝি দিল মে।
বিজ্ঞাপনে ছাগল মডেল,
পাচ্ছে ছবি শোভা
ভাবলেশহীন দৃষ্টি প্রখর,
আমার কাছে বোবা।

আরাম যদি খুঁজছো তবে
ছাগল কে নাও বেছে,
সোয়েটারের বিজ্ঞাপনে
সেই কথা এসেছে।
বিজ্ঞাপনে ঠাঁই পেয়েছে
ছাগল মানে গোট,
বিনা অভিব্যক্তি নিয়েও
পাচ্ছে ভালোই ভোট।

লেখক: যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর