২৯ অক্টোবর, ২০১৯ ১৭:৩২

সবকিছুই দুই দিনের মধ্যে ঘটছে কেন সাকিবের বিপক্ষে

ফরহাদ টিটো

সবকিছুই দুই দিনের মধ্যে ঘটছে কেন সাকিবের বিপক্ষে

ফরহাদ টিটো

‘জুয়াড়ির প্রস্তাব গোপন করেছেন সাকিব।’

‘জুয়াড়ির প্রস্তাব গ্রহণ করেছেন সাকিব।’ 

প্রথমটা হালকা অপরাধ‌, দ্বিতীয়টা গুরুতর।

ভাগ্যিস দ্বিতীয়টা করেননি সাকিব। তাহলে আমাদের ক্রিকেট আর ক্রিকেটারদের উপর থেকে দেশের মানুষের আস্থা আর বিশ্বাস প্রায় পুরোটাই উঠে যেত।

সাকিব আল হাসানকে সুযোগ দেওয়া হোক একটা। বিসিবি তাকে ব্যাকআপ দিক সর্বাত্মক। আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের সবচাইতে বড় বিজ্ঞাপনে এভাবে কালি লেগে গেলে খেলাটা অনেক পিছিয়ে যাবে এদেশে। সবকিছুর পর বড় একটা প্রশ্ন আমার মনে আসছে। যার উত্তর খুঁজে পাচ্ছি না। সবকিছুই ঠিক দুই দিনের মধ্যে ঘটছে কেন সাকিবের বিপক্ষে। বিসিবি সভাপতির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঠিক পর থেকেই !

কারো ব্যক্তিগত প্রতিশোধ স্পৃহা যদি আত্মঘাতী হয়ে যায় দেশের ক্রিকেটের জন্য, তাহলে জাতি তা ক্ষমা করবে না কোনোদিন। কথাটা নিষ্ঠুর হলেও সত্য....জাতির কাছে সাকিব, পাপনদের চেয়ে ক্রিকেট অনেক বড়। তারও চেয়ে বড় ক্রিকেটের প্রতি ভালোবাসা, ক্রিকেটকে ঘিরে স্বপ্ন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর