শিরোনাম
১২ মার্চ, ২০২০ ১৮:২৭

আমাদের সরকারগুলোও এমনই হয়

আমিনুল ইসলাম

আমাদের সরকারগুলোও এমনই হয়

আমিনুল ইসলাম

জার্মানি'র চ্যান্সেলর গতকাল ঘোষণা করেছেন

-জার্মানি'র মোট জনসংখ্যার ৭০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুরো বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি'কে মহামারি ঘোষণা করেছে গতকাল।

ইউরোপজুড়ে করোনা ছড়িয়ে পড়েছে। ইউরোপ থেকে আমেরিকায় সকল রকম ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। আর ইতালি তো গত দুইদিন ধরে সম্পূর্ণ লক ডাউন অবস্থায় আছে।

এই যখন অবস্থা, বাংলাদেশে নাকি দুই দিনে'ই করোনা রোগী ভালো হয়েছে!

এদিকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যারা এয়ারপোর্ট দিয়ে যাওয়া-আসা করছে; তাদের উপর নজরদারি করা নাকি সম্ভব না!

অন্য আরেক মন্ত্রী বলেছে- বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই!

যেখানে জার্মানি'র চ্যান্সেলর পর্যন্ত ঘোষণা করেছেন- ৭০ ভাগ মানুষ আক্রান্ত হতে পারে; সেখানে বাংলাদেশ সরকার বলছে- চিন্তার কিছু নেই।

এখন প্রশ্ন হচ্ছে

-বাংলাদেশ সরকার এমন বলছে কেন?

ভাই রে, কোন একটা দেশের সরকার তো সেই দেশের মানুষজনের'ই প্রতিচ্ছবি।

যেই দেশে এই যুগে এসেও জনগণ চাঁদে মানুষের ছবি দেখতে পায়! যেই দেশে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এই গুজব ছড়িয়ে এমনকি গণপিটুনি'তে মানুষ হত্যা করা হয়! যে দেশে ওয়াজ করে বলা হয়- হিটলার মরে নাই! সে নাকি এন্টার্কটিকা নামক মহাদেশে পালিয়ে আছে!

সেই দেশে করোনা নিয়ে মানুষজন হাজার রকম গুজব ছড়াবে, এটা'ই স্বাভাবিক।

যেই দেশের মানুষ বিনা কারণে গুজব ছড়িয়ে আনন্দ পায়; সেই দেশের মানুষকে সতর্ক করার জন্য সরকার যদি এখন বলে- অনেক মানুষ আক্রান্ত হতে পারে, আমাদের সকলের সতর্ক থাকা উচিত; তখন দেখা যাবে মানুষজন সতর্ক না হয়ে উল্টো গুজব ছাড়াচ্ছে!

করোনা রোগী'কে সমাজচ্যুতও করতে পারে! কিংবা গণপিটুনি'তে হত্যাও করতে পারে! এই সবই সম্ভব!

কারণ এই দেশের মানুষ এটাই ভালো পারে! তখন দেখা যাবে এই গুজবের কারণে পুরো পৃথিবীর মিডিয়া শুধু বাংলাদেশের দিকে'ই নজর দিবে! এরপর বাংলাদেশের অর্থনীতি'র বাজবে বারোটা!

সরকার হয়তো স্রেফ সতর্ক থাকার কথাও বলতে পারছে না এখন; ঠিক যেমনটা জার্মানির চ্যান্সেলর বলেছেন। কিন্তু এই দেশে সেটা বলা সম্ভব না।

আপনারা যারা এই করোনা পরিস্থিতে সরকার'কে নিয়ে নানান সব কথা বলছেন; আগে নিজেদের দিকে তাকান।

দোষ শুধু সরকারের না; আমাদেরও।

আমরা এই দেশের মানুষ'রা এমন বলেই; আমাদের সরকারগুলোও এমন'ই হয়।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর