২২ মার্চ, ২০২০ ১০:৪৩

''বাংলাদেশের জনগণ যেন ইতালির মতো ভুল না করে''

জুয়েল রাজ, লন্ডন থেকে

''বাংলাদেশের জনগণ যেন ইতালির মতো ভুল না করে''

ব্যবসা বাণিজ্যের কার্যক্রম প্রায় শূন্যের কোঠায় চলে আসছে। তাই অখণ্ড অবসর। আমাদের এক ক্রেতা সারা বালবি, তিনি ইতালির নাগরিক। এসেছিলেন তার খাবার সংগ্রহ করতে। করোনা নিয়ে ইতালি সম্পর্কে কথা বলছিলাম তার সাথে। সারা বললো, ''দেশে তার মা-বাবা ভাল আছে।''

প্রশংসা করছিল তার দেশের স্বাস্থ্য সেবার। কিন্তু করোনা সংক্রমণে এইভাবে ব্যর্থ হওয়ার কারণ, তাদের সাধারণ জনগণ। কারণ কেউ নির্দেশনা মানেনি। বাসায় থাকেনি। ভেবেছিল কিছুই হবে না। তারা মনে করেছিল এইটা সাধারণ ফ্লু, সাধারণ সর্দি-কাঁশি। যখন বুঝেছে, দেরি হয়ে গেছে।

লন্ডনও একই ভুল পথে হাঁটছে বলে সারার ধারণা। তার এক ব্রিটিশ বন্ধু নাকি এটাকে পাত্তাই দিচ্ছে না। বন্ধুটির বক্তব্য হচ্ছে, ''সে তরুণ, তাই তার কিছুই হবে না।'' সারা বালবি জোর দিয়েই বলল, ''ব্রিটেন ইতালি থেকে শিক্ষা না নিলে বড় ভুল করবে।''

আমি বললাম, ''ব্রিটেন তো তাও চেষ্টা করছে, তোমার এই বার্তাটা আমার দেশ বাংলাদেশের জন্য খুবই জরুরি। আমাদের তোমাদের মতো স্বাস্থ্যসেবা ব্যবস্থাই নাই। তবুও লোকজন পাত্তা দিচ্ছে না।''

তাকে আরও বললাম, ''আমরা এই যেসব কথা বলছি, বাংলাদেশের মানুষ বিশ্বাসই করতে চাইবে না। আমাদের লোকজন আজকাল ভিডিওসহ লিংক চায়। তাই তোমার অন্তত একটা ছবি সাথে সংযুক্ত করে দিতে চাই আমি ফেসবুকে।''

আমি আরও বললাম, ''বাংলাদেশের মানুষই দেশকে নিরাপদ রাখতে পারবে। ডাক্তার, কবিরাজ, পানি পড়া, ফুউউউউ- কিচ্ছু কাজ দিবে না।''

ছবির কথা বলতে, সুন্দরী নারী নিজের পোষাকের দিকে তাকিয়ে একটু ইতস্তত করছিলঅ। তবে আশাহত করেননি। হাসি মুখে একটা পোজ দিলেন।

ভাল থাকুক ইতালি, ভাল থাকুক ব্রিটেন, ভাল থাকুক বাংলাদেশ...।
ভাল থাকুক বিশ্বমানবতা...।

(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর