১১ এপ্রিল, ২০২০ ১২:৫৫

করোনার প্রকৃত ব্যাপ্তি বোঝা যাবে নতুন এন্টিবডি টেস্টে

ডা. শুভাগত চৌধুরী

করোনার প্রকৃত ব্যাপ্তি বোঝা যাবে নতুন এন্টিবডি টেস্টে

ডা. শুভাগত চৌধুরী

গবেষকরা SARS-CoV-2 শনাক্ত করার জন্য একটি নতুন এন্টিবডি টেস্ট উদ্ভাবন করেছেন। এই টেস্ট করে করোনার প্রকৃত ব্যাপ্তি বোঝা যাবে। মানুষের রক্তে SARS-CoV-2 এন্টিবডি সন্ধান করা হয় এই টেস্ট করে। যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া অনুপ্রবেশ করে দেহে তখন উদ্দিপ্ত হয় ইম্মুন সিস্টেম। উৎপন্ন হয় বিশেষ অনু এন্টিবডি যা যুক্ত হয় ভাইরাসের গায়ের প্রোটিনের সাথে। ভাইরাসকে অকর্মণ্য করে আর অন্যান্য ইম্মুন কোষ দ্বারা নিধনের উপযুক্ত করে তোলে। ভাইরাস সংক্রমন শেষ হবার পরও রক্ত স্রোতে থেকে যায় এন্টিবডি। একই ভাইরাস আবার আক্রমন করলে এই এন্টিবডি একে প্রতিহত করে। এই এন্টিবডিদের আছে তীক্ষ্ণ স্মরণ শক্তি আর বছরের পর বছর থাকতে পারে রক্ত স্রোতে। এসব এন্টিবডি শনাক্ত করার জন্য রক্ত পরীক্ষা চিহ্নিত করতে পারে লোকজন- যারা ইতিমধ্যে SARS-CoV-2 দ্বারা সংক্রমিত হয়েছেন, যারা এ রোগে আক্রান্ত হবার আর এদের ঝুঁকি নেই। HERD IMMUNITY চিহ্নিত করার জন্য এই টেস্ট গুরুত্বপূর্ণ। 

SARS-CoV-2 এর বিরুদ্ধে এন্টিবডি যদি লোক সমাজে অনেক লোকের মধ্যে থাকে তাহলে রুগ্ন মানুষ অন্যকে সংক্রমিত করার সম্ভাবনা থাকে খুব কম। সুস্থ মানুষকে সংক্রমিত করার ক্ষমতা কম ভাইরাসের। এতে মহামারির পুনঃ আবির্ভাব ঠেকানো যেতে পারে। যাদের মধ্যে ভাইরাস ঢুকেছিল কিন্তু এরা ইম্মুন তারা ক্রমে ক্রমে ফিরে যেতে পারবে স্বাভাবিক জীবনে। বিশেষ করে সম্মুখ সারির স্বাস্থ্য কর্মীরা যাদের খুব দরকার হাসপাতালে। এতে ডাক্তাররা পাবেন এমন দাতাদের যারা তাদের প্লাজমার কিছু অংশ দান করতে পারবেন। সেরে উঠা করোনা রোগীদের প্লাজমা নতুন রোগীদের সেরে উঠতে সহায়ক হবে। করোনাতে আক্রান্ত রোগীদের প্রথম প্রতিরোধ এভাবে অর্জিত হবে। বিশেষ করে বয়স্ক লোক আর যাদের অন্য ক্রনিক অসুখ আছে। এই নতুন এন্টিবডি টেস্ট সংক্রমিত আর সেরে উঠা রোগীদের এন্টিবডি পরিমাপের মাধ্যমে টিকা আবিষ্কারে সহায়ক হবে। গবেষকরা উদ্ভাবন করতে পারবেন এমন টিকা যা একই রকম ইম্মুন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে। এন্টিবডি টেস্ট কিট কেবল শনাক্ত করবে SARS-CoV-2 এন্টিবডি। বর্তমান রক্ত পরীক্ষা চিহ্নিত করে কারো সক্রিয় সংক্রমণ আছে কি না। যাদের ভাইরাস ছিলও সেরে উঠেছেন তা শনাক্ত করে না। আবার এন্টিবডি টেস্ট যাদের সক্রিয় সংক্রমন এদের চিহ্নিত করতে পারে না কারন এন্টিবডি তৈরি করার জন্য সময়ের প্রয়োজন হয় ইম্মুন সিস্টেমের। তাই সংক্রমন আছে তা ধরার জন্য দুটো টেস্টই প্রয়োজন।

(ফেসবুক থেকে সংগৃহীত)
 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর