১৩ এপ্রিল, ২০২০ ১০:৩২

"আমরা করোনা ঝড়ের কবলে পড়া জাহাজের যাত্রী"

সজল আশফাক

প্রিয় বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজন,

আমরা একটা বিপর্যস্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। একটা জাহাজ যখন ঝড়ের মধ্য দিয়ে যায় তখন যাত্রীরা ফোন ধরার অবস্থায় থাকেন না। আমরা করোনা ঝড়ের কবলে পড়া জাহাজের যাত্রী। আমরা জানি আপনারা আমাদেরকে ভালোবাসার গভীরতম অনুভূতির বশবর্তী হয়ে আমাদের সাথে ফোনে, মেসেঞ্জারে কল করেন। বেশিরভাগ সময়েই আমরা আপনাদের আন্তরিক উদ্বেগ এবং আবেগাপ্লুত আহবানে সাড়া দিতে পারি না। বেঁচে থাকার লড়াইয়ে আমরা পরস্পরকে নিয়ে ব্যস্ত, ক্লান্ত। আমাদেরকে কল না করে টেক্সট কিংবা মেসেজ পাঠান। এতে আমাদের সময় বাঁঁচবে। আপনাদের কাছ থেকে এই সময়টুকু ধার নিচ্ছি। যদি কোনদিন আপনাদের শুভ কামনার জোরে এবং মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় সুস্থ জীবনে ফিরে আসি তখন তা আবার দ্বিগুণ ভালবাসায় ফিরিয়ে দেব। প্রয়োজনে আমরাই আপনাদের কল দিব তখন কিন্তু আমাদের ফিরিয়ে দিয়েন না।

বি.দ্র. অবৈজ্ঞানিক চিকিৎসার লিংক পাঠিয়ে প্লিজ ইনবক্স ভারাক্রান্ত করবেন না। নিউ ইয়র্কে বসবাসরত আমাদের একান্নবর্তী পরিবারের পক্ষ থেকে আমার এই অনুরোধ।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর