১৪ এপ্রিল, ২০২০ ০৮:১৬

কে যেন সেদিন বললেন, মরবো তো বেশি নিয়েই মরবো!

ইফতেখায়রুল ইসলাম

কে যেন সেদিন বললেন, মরবো তো বেশি নিয়েই মরবো!

শুভ নববর্ষ!

জ্বি ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি, আপনি যা ভাবছেন তা হওয়ার নয়, সব ধুয়ে মুছে পরিস্কার এতই শীঘ্রই হচ্ছে না!

যে দেশে শিক্ষিত ও সচেতন সম্প্রদায় থেকে শুরু করে স্বল্পশিক্ষিত, অশিক্ষিত, অসচেতন ও অচেতন ঘরানার কাউকেই সামজিক দূরত্বটুকু শেখানো যায় না! যেখানে চাহিদা ছাড়াও অপ্রয়োজনে ঘুরঘুর করতে লোকজন বের হবেই হবে, সেখানে আর যাই হোক করোনা এত সহজে নিশ্চিহ্ন হচ্ছে না সেটা নিশ্চিত!

কে যেন সেদিন বললেন, মরবো তো বেশি নিয়েই মরবো!

নিন, আপনাদের আশা পূর্ণ হয়েছে! আপনাদের বিজয় সুনিশ্চিত হয়েছে! বিজয়ের শুভেচ্ছাটুকু নেবেন না মহোদয়?

ভাল থাকুন আর ভাল রাখুন, এ কথা এখন আর বলতে পারছি না!

যদি পারেন তবে ঘরে থাকুন, নিজের পরিবারের জন্য হলেও থাকুন!

(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর