৩০ এপ্রিল, ২০২০ ১২:৪১

'তোমাকে দেখে আজ আমার নিজের কথা মনে পড়ছে'

রবিউল ইসলাম রবি (টাইগার রবি)

'তোমাকে দেখে আজ আমার নিজের কথা মনে পড়ছে'

তোমাকে দেখে আজ আমার নিজের কথা অনেক মনে পড়ছে রে খোকা। কারণ আমিও পুলিশের ছেলে ছিলাম। আর আমারও পরিনতি হয়েছিল তোমার মতো, আজ থেকে ২১ বছর আগে। তখন আমার বয়স ছিল ২২/২৩। আমার বাবাও চাকুরিরত অবস্থায় মারা গিয়েছিলেন।

অনেকেই সেদিন এসেছিল সান্ত্বনা দিতে, তারপর ফিরে গেছে। আর আসেনি। আসবেও না। এটাই নিয়ম। জীবনের নিয়মটাই এমন। এতে দোষের কিছুই নেই। এখন থেকে তোকে একাই হাঁটতে হবে জীবন যুদ্ধে। তবে ভয় পাবি না। এদেশের লাখো পুলিশের হাত থাকবে তোর মাথার উপর। চলার পথে প্রমাণ পাবি দেখিস। আমিও পেয়েছি।

জীবনের কোন সায়াহ্নে যখন তুই নিভৃতে ভাববি যে তোর বাবা দেশের করোনা দুর্যোগের প্রথম পুলিশ শহীদ তখন তোর পকেটে টাকা বা পেটে ভাত না থাকলেও এক‌টি জিনিস থাকবে। তাহলো গর্ব। গর্ব নিয়ে বেঁচে থাকার সুখ কয়জনের আছে বল? মহান আল্লাহ পাক তোমার বাবা ও তোমাদের সহায় হোন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: অভিনেতা

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর