২ মে, ২০২০ ১০:৫৮

২ মাস করোনা নিয়ে বসবাসের পর মানবজাতি

ডা. শুভাগত চৌধুরী

২ মাস করোনা নিয়ে বসবাসের পর মানবজাতি

ডা. শুভাগত চৌধুরী

দুই মাস করোনা নিয়ে বসবাসের পর মানবজাতি :

১। ২৩৫৯২৬ জনের মৃত্যু
২। বিশ্ব অর্থনীতি ধস নামার দ্বারপ্রান্তে
৩। অনেকের মেজাজের দারুন চড়াই উৎরাই হচ্ছে
৪। বিষণ্নতা আচ্ছন্ন করছে বিশেষ করে নিঃসঙ্গ মানুষদের
৫। কিছু মানুষ ঘরে রান্না করতে শিখেছেন আর এই অভ্যাস চালু হচ্ছে
৬। পারিবারিক বন্ধন জোরালো হচ্ছে
৭। সামাজিক বিচ্ছিন্নতা মানুষকে করে তুলেছে আত্মকেন্দ্রিক

ক্লান্ত অবসন্ন সবুজ পৃথিবী :
১। অন্তত ৮০ শতাংশ ক্ষতিকর গ্যাস কম নিঃসরণ হচ্ছে
২। অরণ্য বৃক্ষ নিধন থেকে রক্ষা পাবে
৩। পশু-পাখিরা অনেক স্বাধীনভাবে চলা ফেরা করছে
৪। ভূমিকম্পের ঝুঁকি তাৎপর্যপূর্ণ ভাবে কমেছে
৫। বৈশ্বিক উষ্ণয়ন প্রশ্নে ইতিবাচক অগ্রগতি হবে

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর