৩ মে, ২০২০ ০৯:৩৩

''আপনাদের এই ভালোবাসা অন্য সুর হয়ে বাজে''

মোস্তফা সরয়ার ফারুকী

''আপনাদের এই ভালোবাসা অন্য সুর হয়ে বাজে''

এই দুনিয়ায় আমরা প্রত্যেকেই নিজেদের হাজার হাজার সমস্যা নিয়ে পেরেশানিতে থাকি! এর মধ্যে আমার মতো একজন সামান্য মানুষকে নিয়ে যে আপনি দুইদণ্ড ভেবেছেন, ভেবে শুভেচ্ছা জানিয়েছেন বা কিছু লিখেছেন- এটাকে আমি মনে করি আপনাদের দয়া! এর যে অর্থটা আমি করেছি সেটা হচ্ছে, আপনারা আমাকে খেয়াল করিয়ে দিয়েছেন আমি আপনাদেরই লোক, আপনাদেরই একজন!

আমরা আজকে আছি, কালকে নাই! ফলে জীবন এমনিতেই বিউগলে বাজানো একটা করুণ সুর! তার মধ্যে আপনাদের এই ভালোবাসা অন্য সুর হয়ে বাজে, একাকীত্ব দূর করে!

আমার জীবনের সবচেয়ে বড় ভয় “একাকীত্ব”! আমি একা থাকতে পছন্দ করি না, একা খেতে পছন্দ করি না, একা ঘুরতে পছন্দ করি না! কিন্তু মানুষতো আসলে একাই! আসে একা, যায়ও একা! মাঝখানের এই সময়টাতে আপনাদের সঙ্গে এই সম্পর্কটা একটা যৌথতার বোধ দেয়! বুকে আরাম লাগে!

একবার তাই ভেবেছিলাম সবাইকে ব্যক্তিগতভাবে উত্তর দিবো! কিন্তু এটা আসলে বাস্তবে সম্ভব না! তাই এই পোস্টেই সবার প্রতি ঋণ স্বীকার করলাম!
ভালো থাকবেন সবাই!

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর