৩ মে, ২০২০ ১৬:৩৬

কেন কোভিড-১৯'র আক্রমণের গভীরতা বেশি পুরুষের উপর?

ডা. শুভাগত চৌধুরী

কেন কোভিড-১৯'র আক্রমণের গভীরতা বেশি পুরুষের উপর?

ডা. শুভাগত চৌধুরী

গবেষকরা ভেবে অবাক কেন গুরুতর করোনা সংক্রমণের কবলে বেশি পুরুষরা? চীনের গবেষনা বলে যদিও নারী পুরুষ উভয়েই অসুস্থ হন কিন্তু সংক্রমণ হয় গুরুতর পুরুষের ক্ষেত্রে। 

ক্যালিফোর্নিয়া আর নিউ ইয়র্কের বিজ্ঞানীরা একটি নতুন তত্ত্ব দাঁড় করালেন যৌন হরমোনের একটি ভূমিকা আছে তখন ব্যাপারটা এত চাউর হল।

এদিকে, লং আইল্যান্ডের ডাক্তার অনেকে কোভিড-১৯ রোগীদের ইস্ত্রজেন দিয়ে চিকিৎসা দিলেন ইম্মুন সিস্টেম জোরালো করার জন্য

লস এঞ্জেলসের ডাক্তাররা পুরুষ রোগীদের চিকিৎসা দিলেন আরেকটি স্ত্রী হরমোন প্রোজেসটরন দিয়ে যার আছে প্রদাহরোধী গুণ আর ইম্মুন সিস্টেম অতি সক্রিয় হওয়া থেকে বারণ করে।

পুরুষের এতে মৃত্যু হার বেশি। পুরুষের এ সি ই ২ প্রোটিনও পুরুষের ক্ষেত্রে বেশি। এও এক কারন। বৃদ্ধ পুরুষদের আইসিইউ ভর্তিও বেশি।

(ফেসবুক থেকে সংগৃহীত)


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর