৬ মে, ২০২০ ০০:২২

অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন আলাউদ্দিন নাসিম

আনিসুর রহমান

অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন আলাউদ্দিন নাসিম

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম

বাংলাদেশের কয়েকটি বিভাগীয় সদর দপ্তর ছাড়া, কোনও জেলা সদরের হাসপাতালে আইসিইউ নাই। প্রত্যেক জেলা সদরে বেসরকারি হাসপাতাল গুলো, সরকারি হাসপাতালের চাইতে হাজার গুণ উন্নত, কেন?

জেলা পর্যায়ের হাসপাতালগুলোর সামনেই এক্সরে, ইসিজি, প্যাথলজি এবং সিটি স্ক্যানের দোকান থাকে। কেউ কি কোনও দিন ভেবে দেখেছেন এখানে এসব কেন?

ফেনী ডায়াবেটিস হাসপাতালে ৫ সজ্জার আইসিইউ খুলেছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এটি একটি অনুকরণ করার মতো কাজ তিনি করলেন। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় গত পঞ্চাশ বছরে কি কি কাজ করলেন আমি ভেবে পাইনা।

সকল হাসপাতালের ল্যাবরেটরির অবস্থা কেন এতো ভয়াবহ? সকল হাসপাতালের এক্সরে মেশিন নস্ট কেন থাকে? কেন সিটি স্ক্যান মেশিন নাই? দশ সজ্জার একটি আইসিইউ ইউনিট খোলার সামর্থ্য কি রাষ্ট্রের নাই? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিল্ডিং ছাড়া সেখানে কি কি আছে? 

অভিনন্দন প্রিয় আলাউদ্দিন নাসিম ভাই, ফেনীবাসীর জন্য আইসিইউ ব্যবস্থা করেছেন বলে। আপনার দেখানো পথ আশা করছি অন্য জেলার নেতাদেরও অনুপ্রাণিত করবে। 

(ফেসবুক থেকে সংগৃহীত)


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর