৮ মে, ২০২০ ১৮:০১

পুরানো সেই দিনের কথা

রোমানা রুমি

পুরানো সেই দিনের কথা

খালেদা জিয়ার সঙ্গে রোমানা রুমি

২০১০ সালের ঘটনা। আমি তখন এটিএন বাংলার রিপোর্টার। সেদিন সম্ভবত ১ মে। সে রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটা সংবাদ সম্মেলন ছিল। গুলশানে বিএনপি অফিসে রাত দশটায় সংবাদ সম্মেলন শেষে আমরা সাংবাদিকরা ওনার সঙ্গে ছবি তুলতে চাইলাম। সেসময় বেগম জিয়ার কাছাকাছি থাকতেন মারুফ কামাল খান আর শিমুল বিশ্বাস। আমাদের আগ্রহের কথা জানাতেই এই দু’জন মানা করলেন। বললেন- না, ম্যাডাম এসব পছন্দ করেন না। ওনার নিষেধ আছে।

এরপর তো আর কিছু বলার থাকে না। অন্য সাংবাদিকরা মন খারাপ করে একে অপরের মুখ চাওয়া-চাওয়ি করতে থাকলো। আমি তখন তাদের উপেক্ষা করেই খালেদা জিয়ার কাছে চলে গেলাম। তাঁকে বললাম, আমি লন্ডন চলে যাবো, এটাই আপনার সঙ্গে শেষ দেখা। তাই আপনার সঙ্গে ছবি তুলতে চাই। তিনি হেসে ফেললেন। বললেন- তোল। সেখানে উপস্থিত ছিলেন দিনকালের ফটো সাংবাদিক বাবুল তালুকদার। সঙ্গে সঙ্গে তিনি ক্যামেরাবন্দী করলেন। পরে আমি বললাম, আমরা সবাই আপনার সঙ্গে একটা গ্রুপ ছবিও তুলতে চাই। তিনি সেটাতেও হাসিমুখে রাজি হলেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর