২০ জুলাই, ২০২০ ০০:৫৪

নিজেদের কর্মক্ষেত্রের এই করুণ অবস্থা দেখে মায়া লাগে

সৈকত নাসির

নিজেদের কর্মক্ষেত্রের এই করুণ অবস্থা দেখে মায়া লাগে

সৈকত নাসির

একজন ফিল্মের অভিনেতার কি কি যোগ্যতা থাকা উচিৎ? একজন শিল্পী নির্বাচনে কোন কোন যোগ্যতাকে দেখা হয়? দর্শক যাদের হাসির ছলে প্রমোট করে, তারা পরবর্তীতে দ্বিগুণ উৎসাহ উদ্দীপনায় নিজেদেরকে সালমান খান, কেউ নিজেকে সুপারস্টার, আবার কেউ নামের আগে হিরু বসাইয়া হিরো হয়ে যাচ্ছে। 

অভিনয়ের জন্য সাধনা করা মানুষগুলো হতাশ হয়ে এই তামাশা দেখে। আমাদের অনেক গুণি নির্মাতারাও দেখলাম এইসবকে সাপোর্ট করছে। এই দায় দর্শকদেরও নিতে হবে। প্রযোজক সমিতি, শিল্পী সমিতি এতোটুকু গার্ড রাখা উচিৎ বিশেষ ক্ষেত্রে অগণিত টাকা থাকলেও তাদের সদস্য পদ দিবেন না। কাকে কি বলি শিল্পী সমিতির সদস্য পদ যারা দেয় তাদের অনেকেরই শিল্পী হওয়ার যোগ্যতা নাই। BFDC গেইটে হিরো আলমের আন্দোলন, নিজেদের কর্মক্ষেত্রের এই করুণ অবস্থা দেখে মায়া লাগে।

লেখক: চলচ্চিত্র নির্মাতা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর