২ নভেম্বর, ২০২০ ১১:২৮

ধিক আমাকে!

ইফতেখায়রুল ইসলাম

ধিক আমাকে!

ইফতেখায়রুল ইসলাম

কোথায় আমি জন্মগ্রহণ করবো সেই সিদ্ধান্ত আমি নিতে পারিনি অথচ অহংকারে পা আমার মাটিতে পড়ে না! 

ধ্বংসকে অবলম্বন করে আগানো এই আমি সহনশীলতা কি সেটাই জানি না! অথচ পবিত্র কোরআনে মোট ৬৬ বার সবর তথা ধৈর্যের কথা বলা হয়েছে! আমার অপ্রয়োজনীয় জোশ আছে কিন্তু মহান আল্লাহপাকের পছন্দের সবর নাই!

যাকে আমি ঘৃণা করছি, আঘাত করছি সে হয়তো মহান রাব্বুল আলামিনের খুব প্রিয় কেউ! আমি অধম, মূর্খ জানিই না কিছু, কিন্তু অহংকারে মাটিতে আমার পা পড়ে না! 

পুরো পৃথিবীর তুলনায় একটি ছোট্ট ধূলিকণাও না আমি, কিন্তু অহংকারে আমার পা মাটিতে পড়ে না! অহংকারী আমি ঘৃণ্য অপরাধ ঘটাই একের পর এক! 

ধিক আমাকে!


(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : এডিসি, মিডিয়া অ্যান্ড পিআর


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর