৩ নভেম্বর, ২০২০ ০৯:৫৬

বানু আপার কাহিনী বলব আজকে

পিয়া জান্নাতুল

বানু আপার কাহিনী বলব আজকে

পিয়া জান্নাতুল-বানু আক্তার

বানু আপার কাহিনী বলব আজকে। তার জন্য দীর্ঘ দেড় বছরের বেশি কোর্টে লড়াই করে যাচ্ছি। তার দুই হাত নাই, পা দিয়ে কারুশিল্পের কাজ করে জীবন চালান তিনি।

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উনি সেলাই মেশিনে কাজ করতে পারেন। পা দিয়ে পারেন লিখতে। পুঁতি দিয়ে মালা, ব্যাগ, পার্স, চুলের ব্যান্ড, শোপিস বানানো দেখে যে কেউ মুগ্ধ হবেন।

৫ বছর প্রেম করে উনি যাকে বিয়ে করেছিলেন, সেই স্বামী খোরশেদ আলম গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। অথচ ইন্টারমিডিয়েট পাস করা জামাইকে বানু আপা অনেক সংগ্রাম করে মাস্টার্স পাস করিয়েছেন। অথচ চাকরির ব্যবস্থা করে দিয়েছেন।

৬ বছর বয়সের ছেলের ব্যয় মেটানো দূরের কথা, খবর রাখেন না। উপরন্তু নিজে চাকরি করা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করে আলাদা আছেন এবং প্রায়ই বানু আপার কাছে টাকা চেয়ে তাকে মারধর করতেই বাসায় আসেন। বানু আপার মত হাজারো মেয়ে মানুষ আজকে অসহায়। তার মুখ থেকেই না হয় গল্প শুনুন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর