১২ নভেম্বর, ২০২০ ২১:১৭

ফ্লোরে বসেই না হয় এক প্লেটে দু’জন খাব

মাহিয়া মাহি

ফ্লোরে বসেই না হয় এক প্লেটে দু’জন খাব

মাহিয়া মাহি

চলো না হয় একটা সংসার শুরু করি, নাইবা কিনলাম অনেক দামী সোফা, ডাইনিং টেবিল...ফ্লোরে বসেই না হয় এক প্লেটে দু’জন খাব। একদম ঝাল সহ্য করতে না পারা তোমারও আমার হাতের বানানো অসহ্য ঝাল আলু ভর্তা অমৃতের মতো লাগবে সেদিন। তারপর একজনের সমান তোষকে দু’জন মোড়ামুড়ি করে শুয়ে পড়বো। আমার ঘুম আসছে না বলে তুমি ঘুমাবে না আর তোমার ঘুম আসছে না বলে আমিও ঘুমাবো না...এরপর ঘুমের আশা ছেড়ে প্রবল উত্তেজনা নিয়ে দু’জন বসে পড়বো কাগজ কলমসহ লিস্ট করতে। আমি লিখবো হাড়িপাতিল, কাঁচা মরিচের হিসাব আর তুমি ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে মিষ্টি আবদার করে বলবে ‌‘একটা ছোট্ট লাল টিপ পড়ে আসো না...তোমাকে লাল টিপে খুব দেখতে ইচ্ছে করছে’।

(ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর