১৫ নভেম্বর, ২০২০ ১৩:৪৮

খুব ইচ্ছে ছিল দাদার আশীর্বাদ নিয়ে আসব: ওমর সানি

অনলাইন ডেস্ক

খুব ইচ্ছে ছিল দাদার আশীর্বাদ নিয়ে আসব: ওমর সানি

সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্রদা (সৌমিত্র চট্টোপাধ্যায়) একটা ইতিহাস। ভারতবর্ষের অভিনয়ের অভিধান। আমার সৌভাগ্য হয়েছিল কলকাতার স্থানীয় প্রযোজনায় দুইটা ছবি করার। ছবিতে সহশিল্পী হিসেবে দাদাকে পেয়েছিলাম। সৌমিত্রদাকে দেখার পর আমি শুধু তাকিয়ে থাকতাম। আমাকে বলতো, 'কিরে কি দেখছিস?' আমি বলতাম, ‌'দাদা, তোমাকে  দেখি। আমার এত বড় সৌভাগ্য হলো তোমার সাথে অভিনয় করার। আমার জীবন সার্থক।'

সচরাচর প্রম্পটিং শুনে আমরা অভিনয় করি। উনি আমাকে ডাকলেন; বললেন, ‌‌'কিরে, তোর মাথায় কিছু নেই রে... শুধু গোবর।'

আমি লজ্জায় মাথা নত করে ফেলতাম। অভিনয় করার সময় শুধু পানি খেতাম। আমাকে বলতো, 'কিরে এত পানি খাচ্ছিস কেন? কোন সমস্যা?'

আমি বলতাম, 'না দাদা! তোমাকে দেখে আমার গলা শুকিয়ে যায়।'

দাদা শুনে অট্টহাসি দিত এবং আদরও করতো। মাঝখানে অনেক বছর চলে গেল। খুব ইচ্ছে ছিল কলকাতায় গিয়ে দাদার আশীর্বাদ নিয়ে আসব। আর হলো না...

দাদা তোমার প্রতি আমার শ্রদ্ধা, পুরো বাংলা ভাষাভাষী মানুষের শ্রদ্ধা।
বিগ বস

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর