৮ ডিসেম্বর, ২০২০ ১৪:৩২

ইদানীং মেয়েরা নারী স্বাধীনতা বোঝানোর জন্য সিগারেট শুরু করে...

প্রভাষ আমিন

ইদানীং মেয়েরা নারী স্বাধীনতা বোঝানোর জন্য সিগারেট শুরু করে...

আগে ছেলেরা বড় হয়েছে এটা বোঝানোর জন্য, আর ইদানীং মেয়েরা নারী স্বাধীনতা বোঝানোর জন্য সিগারেট শুরু করে। তবে শেষ পর্যন্ত ধূমপানে ক্ষতিই হয় শুধু, সিগারেটের পক্ষে একটিও যুক্তি নেই। স্মার্ট লোকজন ধূমপান করে না। আর সিগারেট বড়ত্ব বা স্বাধীনতার সূচকও নয়। আপনি স্বাধীন কিনা, আপনি বড় হয়েছেন কিনা তা নির্ভর করে আপনার জ্ঞানে, আপনার কর্মে। তবে সিগারেট একটা ছেলের জন্য যতটা ক্ষতিকর, ততটাই একটা মেয়ের জন্য। ছেলেরা প্রকাশ্যে সিগারেট খেতে পারবে, মেয়েরা পারবে না; এ ধারণাতে বড় গলদ আছে। আমি মোটেই প্রকাশ্যে বা গোপনে ধূমপানকে উৎসাহিত করছি না। কিন্তু কেউ যদি সব ক্ষতি জেনেও ধূমপান করেন, তাতে আমার কোনো আপত্তি নেই। ধূমপায়ী ছেলে না মেয়ে তাতে আমার কিছু যায় আসে না। সামাজিক মুরুব্বীরা আপনারা পারলে ধূমপানের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করুন। শুধু নারীদের আটকানোর চেষ্টা করবেন না।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর