৩০ জানুয়ারি, ২০২১ ০৯:০৫

বিশ্ববিদ্যালয়ের সেই সব ‘অধ্যাপকদের’ কথা মনে হল...

ড. আলী রীয়াজ

বিশ্ববিদ্যালয়ের সেই সব ‘অধ্যাপকদের’ কথা মনে হল...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষকের প্লেজারিজম বা চৌর্য্যবৃত্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলাপ-আলোচনা দেখে বিশ্ববিদ্যালয়ের সেই সব ‘অধ্যাপকদের’ কথা মনে হল যারা এখন স্বস্তির সঙ্গে বলছেন – ‘এই জন্যেই তো কিছু কোন দিন লিখি নাই; বিশ্বাস না হয় সিভি খুলে দেখেন, কোনও জার্নালেই কোনো দিন কিছু লিখি নাই।’ আর যারা এতদিন নিজেদের লেখা ‘জাতীয়’ এবং ‘আন্তর্জাতিক’ জার্নালে প্রকাশিত হয়েছে বলে একে ওকে দেখিয়েছেন কিন্তু জানেন তাঁরা কোথা থেকে কী নিয়ে কী করেছেন তাঁরা ভাবছেন – আশা করি আমার লেখা কারো মনে নেই। যারা পিএইচডি থিসিস লেখার ‘ঝামেলায়’ যাননি, তাঁরা তো বলতেই পারেন আর যাই হোক আমাকে ‘কুম্ভিলক’ তো বলতে পারবে না।

(ফেসবুক থেকে সংগৃহীত)


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর