২১ মে, ২০২১ ১৬:৩০

অভিনয় দিয়ে নোংরামি ঢেকে রাখা সম্ভব নয়!

ইফতেখায়রুল ইসলাম

অভিনয় দিয়ে নোংরামি ঢেকে রাখা সম্ভব নয়!

ইফতেখায়রুল ইসলাম (ফাইল ছবি)

চরিত্রে যেটা আছে সেটা শত চেষ্টা করলেও ঢেকে রাখা যায় না! নিজের ভেতরে নোংরামি থাকলে সেটার প্রকাশ অভিনয় দিয়ে ঢেকে রাখা সম্ভব নয়! ‘নিয়ন্ত্রিত আচরণ’ আর ‘চরিত্রের সম্পূর্ণ পরিবর্তন’ আলাদা বিষয়! সাময়িক ভাল বা মন্দ কিছু দেখে আবেগাপ্লুত অথবা রাগান্বিত হয়ে যাওয়া আমাদের আজন্ম স্বভাব! 

ঠিক এজন্যই কেউ কেউ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়, কেউবা বোকা বানায়! মারাত্মক এক হিংসুক ব্যক্তির এক সময় আমূল পরিবর্তন দেখে সরাসরি জিজ্ঞেসই করেছিলাম, আপনার বহিরাংশের যে পরিবর্তন দেখছি ভিতর কি আসলেই ততটা পরিষ্কার হয়ে গেছে? তিনি উত্তরে বলেছিলেন, চেষ্টায় আছি! এখন তাকে দেখলে আপাদমস্তক একজন পরিবর্তিত মানুষ মনে হয়!

এটাকে আমার ব্যতিক্রম বলেই মনে হয়! সাধারণত দেখেছি, স্বভাব যায় না মলে (One can't change one's nature)

লেখক : ডিএমপির এডিসি (মিডিয়া অ্যান্ড পিআর)।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর