৮ আগস্ট, ২০২১ ১৫:১০

‘সবাই পিতা-মাতার যত্ন নেবেন, প্রতিনিয়ত তাদের কাছে ক্ষমা চাইবেন’

মিলা

‘সবাই পিতা-মাতার যত্ন নেবেন, প্রতিনিয়ত তাদের কাছে ক্ষমা চাইবেন’

মায়ের সঙ্গে ছোট্ট মিলা ও সম্প্রতি তোলা মিলার ছবি (বামে)

আমার মা, ১৮ বছর বয়সে আমাকে জন্ম দেন।

আমাকে তিনি স্বাভাবিকভাবে, মানে প্রসব যন্ত্রণা নিয়ে দীর্ঘ ৫ ঘণ্টা পর ঢাকা সিএমএইচে জন্ম দেন। মায়ের কাছে কৃতজ্ঞতা জানাতে বা তার কাছে যেকোনো দোষের কারণে ক্ষমা চাইতে আমি মনে করি না আমাদের কারও একটা "মাদার্স ডে" দরকার। যদিও আমি আমার বাবার সাথেই অনেক বেশি ঘনিষ্ঠ ছিলাম।

বাবা আমার বন্ধু আর আমার আম্মু আমার জন্যে হেডমিস্ট্রেসই ছিলেন। কিন্তু আমার মায়ের কাছেই আমার ‌‘সা রে গা মা পা’ শেখা। যার কারণে আজও আমি আপনাদের সবার মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছি। দেশের সকলের পরিচিত একটা নাম।
আমি আপনাদের মিলা। 

কোভিড মহামারিতে আমরা অনেকেই আমাদের প্রিয় পিতা-মাতাকে হারাচ্ছি। সবাই আপনাদের পিতা-মাতার যত্ন নেবেন, প্রতিনিয়ত তাদের কাছে ক্ষমা চাইবেন, যাতে তারা মাফ করে দেন। আমাদের যেকোনো অন্যায়ের কারণে, যাতে তারা মনে দুঃখ পেয়েছিলেন।
হে আল্লাহ্ ,আমাদের সকলের মা বাবা কে করোনা থেকে আপনার রহমত দ্বারা রক্ষা করুন।
আমিন। 

লেখক : সঙ্গীতশিল্পী

 

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর