১৭ মার্চ, ২০২২ ১৩:৩৩

একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্তির জন্য যোগ্যতার মাপকাঠি কি?

নূহ-উল-আলম লেনিন

একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্তির জন্য যোগ্যতার মাপকাঠি কি?

নূহ-উল-আলম লেনিন

একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্তির জন্য যোগ্যতার মাপকাঠি কি? যারা পুরস্কার বাছাই করেন, তাদের যোগ্যতার মাপকাঠি কি?

নোবেল পুরস্কারের জন্য কেউ কি দরখাস্ত করে? রাজনৈতিক বিবেচনায় পুরস্কার প্রদান কি ন্যায়সঙ্গত? অশিক্ষিত/ অর্ধ শিক্ষিত আমলা ও সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, গবেষণা ইত্যাকার বিষয়ে যার/যাদের জ্ঞান নেই তিনি মন্ত্রী হলেই কি পুরস্কার বাছাইয়ের যোগ্য বিবেচিত হবেন?

আমরা জাতি হিসেবে কি এতটাই মেধাশূন্য যে আমির হামজা আর রইজ উদ্দিনদের মতো নামগোত্রহীন ব্যক্তিদেরই দেশের সর্বোচ্চ সম্মাননার জন্য আমাদের খুঁজে বের করতে হয়?

কতিপয় অনুরোধ
সিদ্ধান্ত প্রক্রিয়াকে আমলা মুক্ত করুন।

সরকার সিভিল সোসাইটির প্রতিনিধিদের মতামত নিয়ে পুরস্কার প্রদানের নীতিমালা প্রণয়ন করুক।

বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ কমিটিকে প্রস্তাব প্রণয়নের দায়িত্ব দিন। প্রণীত প্রস্তাব নিরীক্ষা করবে যোগ্যতর বিশেষজ্ঞ কমিটি।

চূডান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভাকে দায়িত্ব দেওয়া হোক।

আপাতত হামজার নাম পুরস্কারের তালিকা থেকে বাদ দিয়ে জাতিকে লজ্জার হাত থেকে বাঁচান। সরকারের ভাবমূর্তি রক্ষা করুন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: সাবেক প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর