২ আগস্ট, ২০২২ ২১:২৯

পরাণ এবং হাওয়ার সাফল্যের সাথে এদের মূল চেহারাও চেনা যাচ্ছে

আদনান কবির

পরাণ এবং হাওয়ার সাফল্যের সাথে এদের মূল চেহারাও চেনা যাচ্ছে

আদনান কবির

লিখবো না লিখবো না সংকল্প করেও লিখতে বাধ্য হচ্ছি; “বাংলাদেশ নামক দেশের লক্ষাধিক চলচ্চিত্র নির্মাতাদের মূল সক্ষমতা হচ্ছে “ঈর্ষা এবং অন্যের সাফল্যে মাথা নষ্ট করতে পারা”। অন্তত পরাণ এবং হাওয়ার সাফল্যের সাথে এদের মূল চেহারাও চেনা যাচ্ছে।

যা হোক; বিএফডিসি’র নির্মাতারা (অনন্ত জলিলও এর অন্তর্গত) এখন খাবি খাচ্ছে চলচ্চিত্র দুটোর বাণিজ্যিক সফলতা দেখে; আবার চলচ্চিত্র বোদ্ধাগণ বুঝতে পারছেন না-তাদের উচ্চমানের চলচ্চিত্র রুচিবোধের সাথে গণমানুষের চাওয়া মিলছে না কেন?

দু'পক্ষ এখন এক হয়েছে (অন্তত ফেসবুকে তাদের প্রচারণা দেখে); পরাণ এবং হাওয়ার সম্ভাবনা নষ্ট করে নিজেদের জাত-পাত-সম্মান ওরফে ব্যবসা বাঁচানোর জন্য।

একটু ঈর্ষা কমান; সিনেমা হলে গিয়ে দর্শকদের উন্মাদনা দেখুন আর সাথে নিজের মনের শান্তি বজায় রাখুন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : প্রতিষ্ঠাতা, এনলিভেন সিনেমা ক্লাব।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর