১০ আগস্ট, ২০২২ ১১:০৯

‘বহুবারই আমার চোখ ভিজেছে’

মোস্তফা সরয়ার ফারুকী

‘বহুবারই আমার চোখ ভিজেছে’

মোস্তফা সরয়ার ফারুকী

আমি একা খাইতে পারি না। একা চলতে পারি না। একাকীত্বকে আমার ভীষণ ভয়। এই দুই দিনে আমার ফেলো ফিল্মমেকাররা ‌‘শনিবার বিকেল’ মুক্তির দাবিতে যেরকম স্বতঃপ্রণোদিত হয়ে সোচ্চার হয়েছে তাতে বহুবারই আমার চোখ ভিজেছে। সাধারণত এইসব প্রতিবাদ আয়োজন করতে হয় ফোন করে, মিটিং করে।

কিন্তু আমি তো কাউকে ফোন করি নাই, কথাও বলি নাই। তারপরও আপনারা/তোমরা যেভাবে পাশে দাঁড়াইছো/দাঁড়াইছেন তাতে বহুবার চোখ ভিজেছে।

ইউ মেড মি ফিল আই অ্যাম নট অ্যালোন, আই অ্যাম ওয়ান অব ইউ। দিস ইজ ওয়ান অব দ্য বেস্ট ডেজ ইন মাই লাইফ। লাভ ইউ অল! লেটস স্টে টুগেদার এন্ড অফার সাপোর্ট হোয়েনেভার এনি ফিল্মমেকার নিডস ইট। (আপনারা আমাকে বিশ্বাস করিয়েছেন আমি একা নই, আমি আপনাদেরই একজন। এই মুহূর্ত আমাদের জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। আপনাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং যে কোনো চলচ্চিত্র নির্মাতার প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।) 

(ফেসবুক থেকে সংগৃহীত)

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর