৮ অক্টোবর, ২০২২ ১০:১৭

‘দুর্বলদের জন্য ক্রিকেট না’

মুনিম শাহরিয়ার

‘দুর্বলদের জন্য ক্রিকেট না’

ফাইল ছবি

দুর্বলদের জন্য ক্রিকেট না। এতো এতো ছেলে প্র্যাকটিস করে। খেলে কিন্তু ১১ জনই। অনেক সময় সবাইকে সুযোগ দেওয়া যায় না। আসলে আমাদের বাস্তবতা বোঝা খুবই প্রয়োজনীয়। অনেক ছেলেকে দেখেছি দিনের পর দিন নিজের বাসা ছেড়ে প্র্যাকটিস করে অনেক দূরে, ঢাকা লীগ এ সুযোগের আশায়।

নিজের বুঝতে হবে টাকা পয়সা খরচ, সময়ের মূল্য সম্পর্কে। একটা একাডেমিতে ৪০০/৫০০ জন প্র্যাকটিস করে। প্লেয়ার কিন্তু বের হয় ২/৩ জন। নিজেকে চেনাটা খুব ইম্পোর্টেন্ট এখানে যে, আমাকে দিয়ে আসলেই হবে কিনা। আমি সময়, অর্থ অযথা ব্যয় করতেছি কিনা, আমার ট্যালেন্ট আছে কিনা।

হয়তো উপরওয়ালা আমাকে রিজিক অন্যভাবে দেবে। লাইফ নিয়ে হতাশ হয়ে ব্যাট পুড়িয়ে ফেলা, কিংবা সুইসাইডাল চিন্তা-ভাবনা খুবই দুঃখজনক। আমার দেখা অনেক অভিজ্ঞতা থেকে বলতেছি। কারণ আমি এসব ছেলেদের অনেক কাছে থেকে দেখেছি। তাদের জন্যই এসব বলা। সবাই ভালো থাকুক, সবার জীবন সুন্দর হোক।

(ফেসুবক থেকে সংগৃহীত)

লেখক : জাতীয় দলের ক্রিকেটার

বিডি প্রতিদিন/এমআই

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর