১২ অক্টোবর, ২০২২ ০২:৪৯

বিশ্ব অর্থনীতিতে চূড়ান্ত খারাপের এখনো বাকি আছে

শওগাত আলী সাগর

বিশ্ব অর্থনীতিতে চূড়ান্ত খারাপের এখনো বাকি আছে

শওগাত আলী সাগর (ফাইল ছবি)।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে দিয়ে বলেছে, চূড়ান্ত খারাপের এখনো বাকি আছে- “In short, the worst is yet to come.”  আগামী বছরটায় (২০২৩) অর্থনীতিতে মন্দার আশংকা করছে সংস্থাটি। আইএমএফ এর আগে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩২ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিলো। এখন বলছে প্রবৃদ্ধি হবে ২.৭ শতাংশ। 

২০০১ সালের পর বিশ্ব অর্থনীতির এটিই হচ্ছে সবচেয়ে কম প্রবৃদ্ধি এটা। এই হার ২ শতাংশের নীচেও নেমে যেতে পারে এমন আশংকা আছে ২৫ শতাংশ। বিশ্বের তিনটি বড় অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন এখনো প্রবল চাপের মধ্যে আছে। এই চাপ বাড়বে বই কমবে না। ওয়াশিংটনে বিশ্বব্যাংক- আইএমএফ এর বার্ষিক সভা শুরু হয়েছে। শুরুর দিনেই এই মন্দ খবর দিয়েছে সংস্থাটির কর্মকর্তারা। আগামী কয়েক দিনে নিশ্চয়ই আরো অনেক কিছু জানা যাবে।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর