১৫ ডিসেম্বর, ২০২২ ০৯:৩৬

অতি দুষ্প্রাপ্য সেই রেকর্ড দু'টি গণহত্যা জাদুঘরকে উপহার

মুনতাসীর মামুন

অতি দুষ্প্রাপ্য সেই রেকর্ড দু'টি গণহত্যা জাদুঘরকে উপহার

১৯৭১ সালে যে দু'টি গান পৃথিবীজুড়ে বাংলাদেশের সপক্ষে জনমত সৃষ্টি করেছিল সে দু'টি গান গেয়েছিলেন জোন বেজ এবং জর্জ হ্যারিসন (কনসার্ট ফর বাংলাদেশ )। এই দু'টি গানের রেকর্ড ১৯৭১ সালে প্রকাশিত হয়েছিল। 

জার্মানিতে অবস্থানরত শিল্পী মারুফ আহমদ ১৯৭১ সালে প্রকাশিত অতি দুষ্প্রাপ্য এই রেকর্ড দু'টি গণহত্যা জাদুঘরকে উপহার হিসেবে প্রদান করেছেন। একই সময় জার্মানির গায়িকা জুলিয়া ওয়েডিং জার্মান ভাষায় জোন বেজের গানটি গেয়েছিলেন। তারও একটি সিডি/ ক্যাসেট গণহত্যা জাদুঘরকে উপহার দিয়েছেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর