১৮ জুন, ২০২৩ ১৬:৫৮

বাবা মানে নাকি বটবৃক্ষ!

সাইমন সাদিক

বাবা মানে নাকি বটবৃক্ষ!

সাইমন সাদিক

বাবা মানে নাকি বটবৃক্ষ! এই কথার সাথে আমি সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করলাম। বাবা কিভাবে শুধু বটবৃক্ষ হয়? বটবৃক্ষ এখন কয়টা দেখা যায়? কতটুকুইবা ছায়া দিতে পারে? চলাচল করতে পারে? আর সুরক্ষা দিতে পারে কতটুকু? সহায়তা প্রদান করতে পারে? দিতে পারে কি, সারা জীবনের অনুপ্রেরণা? এমন একটি বিলুপ্তপ্রায় বৃক্ষের সাথে কি বাবা নামক আসমানের তুলনা করা যায়!

আসমান তো দুনিয়ার যেখানেই যাওয়া যায়, সেখানেই দেখা যায়। তিনিতো জন্মদাতা। তিনিতো আসমানের চেয়েও বিশাল। তিনি রোদ, তিনি আলো, তিনি ছায়া, তিনি একমাত্র ভরসার নাম। সারা দুনিয়া জুড়ে যার বিস্তার, তাকে মাটির উপর ঠায় দাঁড়িয়ে থাকা বৃক্ষের সাথে তুলনা, আমি মানি না। এই আসমানে মান-অভিমানের খেলা হয়। মেঘ হয়, মহান আল্লাহর রহমতে বৃষ্টি হয়।

যাকে ঘিরে ছুটে বেড়ানো যায় সারা দুনিয়া, তাকে মাটির উপর ঠায় দাঁড়িয়ে থাকা বৃক্ষের সাথে তুলনা করে, আসমানকে আমি ছোট করতে চাই না।
ভালো থাকুক আসমান, ভালো থাকুক দুনিয়া, ভালো থাকুন বাবারা..!

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর