১৪ জুলাই, ২০২৩ ২০:৪৪

কারো ক্ষতি করলে আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই

সৈকত নাসির

কারো ক্ষতি করলে আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই

সৈকত নাসির

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন... পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট। সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয়। অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই। আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে। ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন। অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়- হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোনো কারণ আছে। যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না। কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না। শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন। জীবন সুন্দর হবে। আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল। আশা করি আপনিও তাই। সৌজন্যবোধ ও মানবতার জয় হোক!

লেখক : চলচ্চিত্র নির্মাতা।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর