১১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২৭

‘বদলি, প্রত্যাহার নিশ্চয়ই ক্রিমিনাল অফেন্সের শাস্তি হতে পারে না’

শওগাত আলী সাগর

‘বদলি, প্রত্যাহার নিশ্চয়ই ক্রিমিনাল অফেন্সের শাস্তি হতে পারে না’

শওগাত আলী সাগর

১. এডিসি হারুনের অপকীর্তি নিয়ে অনেক কথাবার্তা লেখা হচ্ছে পত্রিকায়। তিনি যে এতোটাই বেপরোয়া– এই খবর আগে কখনো মিডিয়ায় দেখেছি বলে মনে পড়ে না।

২. পুলিশ চাইলেই কী কাউকে এভাবে পেটাতে পারে? এটা কী ক্রিমিনাল অফেন্স নয়? ক্রিমিনাল অফেন্স হলে তার বিরুদ্ধে মামলা হবে না কেন? তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে না কেন? বিচার চলাকালীন সময় পর্যন্ত তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হবে না কেন?

৩. বদলি, প্রত্যাহার এগুলো নিশ্চয়ই ক্রিমিনাল অফেন্সের শাস্তি হতে পারে না!

লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম

(ফেসবুক থেকে সংগৃহীত)

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর