১১ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:২৬

ভ্লগারদের মধ্যে একটা সাদৃশ্য প্রায়ই দেখি- লাইভে এসে খাবার খাওয়া!

ইফতেখায়রুল ইসলাম

ভ্লগারদের মধ্যে একটা সাদৃশ্য প্রায়ই দেখি- লাইভে এসে খাবার খাওয়া!

ইফতেখায়রুল ইসলাম

ভ্লগারদের লাইভ ভিডিও প্রায়শই চোখের সামনে আসে, দেশের বিভিন্ন ধরনের ভ্লগারদের মধ্যে একটা সাদৃশ্য প্রায়ই দেখি- লাইভে এসে খাবার খাওয়া! যে স্টাইলে তারা খাবার চিবোন, শিল্পের মানদণ্ডে উঁচুতে যায় কিনা জানি না তবে তা চরম বিরক্তির উদ্রেক করে! মুখ বাঁকিয়ে তাদের চিবোনো দেখলে মনে হয়, এতো বসন্ত শেষে আমি ও আমার পরিচিতগণ খাবার কিভাবে খেতে হয় তা শিখিনি!

একজন মানুষ হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার চিবুচ্ছে, এর চেয়ে বিরক্তিকর জিনিস বহুদিন দেখা হয় নাই! এই বিভিন্ন শ্রেণিভুক্ত ভ্লগারগণ হয়তো ফুড ভ্লগারদের থেকে অনুপ্রাণিত হয়ে এমনটি করছেন! তাহলে ফুড ভ্লগিংই না হয় শুরু করুক তারা! 

পেটের শান্তির জন্য যে খাবার খাই আমরা, তার যে অশান্ত রূপ তাদের পেশাগত ব্যস্ততার চাপ দেখিয়ে তারা প্রকাশ করেন, সেটি কাম্য নয়! কেউ তাদের সময় ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতে বলেন, তাতে যদি স্ক্রিনে খাবার খাওয়ার পরিমাণটা কমে আর না হয়, ফুড ভ্লগিংই শুরু করে দিক! কতিপয় যারা এমনটি করছেন, তারা ভালো থাকুন!

(খাবারের ভ্লগ দেখি বলেই সম্ভবত এসব ছাইপাশ জাকারবার্গ মহোদয়, আমার চোখের সামনে বারবার আনার ব্যবস্থা করেন)।

লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর