১৮ নভেম্বর, ২০২৩ ১৩:৪৫

‘আমি কাকে কতটুকু দেখাব সেটা আমার ব্যাপার’

সুনেরাহ বিনতে কামাল

‘আমি কাকে কতটুকু দেখাব সেটা আমার ব্যাপার’

সুনেরাহ বিনতে কামাল

আমি যেহেতু একজন এক্ট্রেস, স্বাভাবিক ভাবে একজন পাবলিক ফিগার। আমার অডিয়েন্স আমার পার্সোনাল লাইফ এ ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি। কেউ আলোচনা বা সমালোচনা করুক, আমার তাতে কোন আপত্তি নেই। কিন্তু কারো মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে ট্রোল করতে থাকলে আমি সেইটা টলারেট করব না। আমার অফুরন্ত সময় ও শক্তি নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব বা জানাব সেটা আমার উপর, তবে কোন কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারো, আমি সেটাও ক্লিয়ার করতে রাজী। আমি মিথ্যার আশ্রয় নেই না, ইনশাআল্লাহ কখনো নিবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না বা হবে না, সেটাই একমাত্র সত্য। বাকিটা, আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধুবান্ধবদের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর