২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০৮

দুই ধরনের সংবাদের চাহিদা এখন বেশি

সৈকত সালাহউদ্দিন

 দুই ধরনের সংবাদের চাহিদা এখন বেশি

সৈকত সালাহউদ্দিন

ট্রেড ও সংবাদমাধ্যমের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। শক্ত হাতে তাদের পারফরমারদের 'কাজ' এবং 'নানা রকম বিতর্ক' এর আলাদা গ্রেড করে দিতে হবে।

যারা বিতর্ক নিয়ে থাকে অর্থনৈতিক প্রাপ্তি বা সম্পত্তি খেলায় জয়-পরাজয় নিয়ে সারাবছর আলোচনায় থাকার পরও যেন তাদের এই আফসোস থাকে যে, 'আমি বা আমরা' ভালো পারফরমার এর জায়গায় নেই। আমাদের 'ভালো কাজই' করতে হবে।

নাহলে সেই দিন বেশি দূরে না যেদিন ভাইরাল তারকাদের তেল দিয়েই সংবাদমাধ্যমকে টিকে থাকতে হবে।

আর তেল দেওয়ার কাজ কোনো সংবাদমাধ্যমের পক্ষে পি আর স্টাইলে সম্ভব না।

সময়টা এমন যে, দুই ধরনের সংবাদের চাহিদা এখন বেশি হবে। এক হলো 'একদম সস্তা'। আরেক হলো যদি সংবাদ মাধ্যম  'শক্ত সমালোচনা'র ধারা চালু করতে পারে। কারণ, জনগণের একটা বিশাল অংশ এইসব সস্তা বিষয়ে এই মুহূর্তে চরম বিরক্ত। যারা পেশাদার পারফরমার তারাও এত সস্তা অবস্থা থেকে মুক্তি চান। প্রথম দিকে একটু কঠিন মনে হলেও সত্যিকারের সমালোচনা এই মুহূর্তে জনপ্রিয় হবার সুযোগ আছে। 'ব্যালান্স করে' বেশিদিন চলা যাবে মনে হয় না।

ট্রেডের জায়গা থেকে বিষয়টা আরো সহজ। তাদের সংবাদ প্রকাশের দায় নেই। যারা কাজ করবেন পেশাগত সব বিষয়ে ট্রেড তাদের পাশে থাকবে। নাহলে অবশিষ্ট যা আছে তাও থাকবে না।

লেখক : সিনিয়র সাংবাদিক, উপস্থাপক ও আন্তর্জাতিক পরিবেশক

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর