২১ এপ্রিল, ২০২৪ ১২:২৯

গাছ রোপণের পর তা টিকিয়ে রাখার নিশ্চয়তা জরুরি

ইফতেখায়রুল ইসলাম

গাছ রোপণের পর তা টিকিয়ে রাখার নিশ্চয়তা জরুরি

ইফতেখায়রুল ইসলাম

গাছ লাগানো নিয়ে আপনারা যারা লাখে লাখে ঘোষণা দিচ্ছেন, দয়া করে গাছ রোপণ করেন! সবচেয়ে বড় বিষয় হলো যারা অসংখ্য, অগণিত গাছ লাগানোর আয়োজনের কথা বলছেন, তাদের অনেকেই সাধারণ, অসাধারণের ভালবাসা পাওয়ার তাগিদেই বলছেন নাকি বাস্তবতার নিরিখে সেটা বোধগম্য নয়!

গাছ লাগানোর উপযুক্ত সময় আছে এবং সেটা সামনেই। আবার রাস্তার ধারে যে গাছ আপনি লাগাবেন সেখানে যত্ন নেবার কেউ থাকবে না, বেছে নিতে হবে এমন গাছ যে প্রকৃতির বিরূপ পরিবেশে বেড়ে উঠতে পারে। নার্সারির লোকজন ভাল ধারণা দেবে এ বিষয়ে।

সামাজিক মাধ্যমে পরিচিত অনেক মুখ বিশাল পরিমাণে গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন, আপনারা দয়া করে ঘোষণাতে থাকবেন না, ভিউ তো চূড়ান্ত কথা নয় সবসময়! 

গাছ রোপণ করলেই হয় না, সেটা টিকলো কিনা বা কতগুলো টিকবে সেই নিশ্চয়তা রক্ষা করাও জরুরি। যে হাইপ দেখছি মহান তিনি তা বাস্তবায়ন করালে আগামী ১০-১৫ বছর পর প্রকৃতি হয়তো একটু ঠিকঠাক হবে।

লেখক : এডিসি, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স ডিভিশন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর