১৩ জুন, ২০২৪ ০২:২৩

লিচু কাহিনি

ইফতেখায়রুল ইসলাম

লিচু কাহিনি

ইফতেখায়রুল ইসলাম

লিচু বেশ পছন্দের আমার, আজ রামপুরা বাজারে লিচু কিনতে নিজেই নেমেছিলাম। প্রায়ই বিভিন্ন ফলমূল নেই সেখান থেকে। আজ বললো স্যার ১০০ লিচু ৫০০ টাকা। কোনো তর্কে না যেয়ে দিতে বললাম! লিচু নিয়েই ব্যাগে ভরে দিচ্ছিল, লিচু ব্যাগে ভরার সময় আমি জিজ্ঞেস করলাম ১০০ লিচু আছে তো? বললো জ্বি স্যার ১-২ টা এদিক সেদিক হতে পারে! চোখের দেখায় আমার ১০০ মনে হলো না! লিচুওয়ালা ঘুণাক্ষরেও ভাবেনি যে আমি গুনবো।

গুনে দেখলাম এক ১০০ লিচুতে ১৮ টা কম আরেক ১০০ তে ১২ টা কম। মানে ২০০ লিচুতে ৩০ টা লিচু কম অর্থাৎ ১৭০ টি দিয়ে দাম নিচ্ছে ২০০ লিচুর। প্রতি লিচু ৫ টাকা করে হলে ১৫০ টাকাই মারিং করে দিচ্ছে।

আমি বললাম কিরে ব্যাটা তুমি আমার সাথে এমন করো তো সাধারণ মানুষের সাথে কী করো! আমরা খুব বলে বেড়াই না, গ্রামের মানুষ সহজ, সরল! এসব ভাঁওতাবাজি মার্কা কথাবার্তা থেকে বের হয়ে আসেন। গ্রামের অনেক মানুষ চিন্তা, চেতনায় আরও বেশি ধুরন্ধর! অবশেষে ৩০ খান লিচু নিয়ে ২০০ পূর্ণ করে বাসায় ফিরলাম!

লেখক : এডিসি, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স ডিভিশন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর