১৩ আগস্ট, ২০২৪ ০৮:৩৩

বড়দের ‘ঈশ্বর’ বানিয়ে ফেলে তোয়াজ, তোষামোদ চলে

নূর মোহাম্মদ

বড়দের ‘ঈশ্বর’ বানিয়ে ফেলে তোয়াজ, তোষামোদ চলে

নূর মোহাম্মদ

‘লোগো পরিবর্তন করুন, পোশাক পরিবর্তন করুন’… ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার এই প্রবণতা কেন?

একমাত্র পুলিশে চাকরি করলেই মন খারাপ করা নেতিবাচক কথা শুনতে হয়-একটা দাগ, একটা স্টিগমা নিয়েই শুরু 
হয় যাত্রা।

বহিরাঙ্গনের পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়ে, কোন লাভ হয়নি। অর্থের অপচয় হয়েছে মাত্র। কেউ বানিয়েছেন ধানের শীষ, কেউ লাগিয়েছেন নৌকা। কাজগুলো বরাবরই করেছেন অতি উৎসাহী দলবাজ কর্মীরা।

চেহারা পরিবর্তনে কি ভিতরের ক্য্যন্সার যা আমরা বানিয়েছি দীর্ঘ সময় ধরে তার নিরাময় হবে?

পুলিশ বাহিনীর অনেক সদস্যের মৃত্যু হয়েছে, আহত হয়ছে অসংখ্য জন, ধ্বংস হয়েছে স্থাপনা, লুট হয়েছে অস্ত্র -এত ক্ষোভ কেন?

ভাবমূর্তি ফিরিয়ে আনতে হলে নজর দিন পুলিশের বিশেষ করে থানাগুলোর কর্মকাণ্ডে। থানা এলাকার মানুষজনের সাথে ‘সম্পৃক্ততা’ বাড়ানো জরুরি। ওপেন হাউস ডে করে সর্বস্তরের মানুষের কথা শুনুন, ব্যবস্থা নিন, ভাবমূর্তির উন্নয়ন ঘটান। অনেক ভালো কাজ অর্জনে থাকলেও কেউ আর মনে করছে না।

‘অন্যায় কাজ, বেআইনী আদেশ মানবো না’-এ কথা বলার সাহস  দিন পুলিশকে।

কনস্টেবল থেকে শুরু করে সবগুলো স্তরে ভালো, দক্ষ, অভিজ্ঞ, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন কর্মীর অভাব নেই, কাজে লাগান তাদের।ফায়দা লুঠে অল্প ক’জন, দায় নেয় পুরো বাহিনী।

নিয়োগ, পদোন্নতি, পদায়ন নিয়ে মন্ত্রণালয় বিশেষ করে সংশ্লিষ্ট মন্ত্রী যা করে গেছে তা ছিলো ভয়াবহ। মনে থাকবে সবার, আমাদের একজন অযোগ্য, অথর্ব, অকর্মণ্য, নির্বোধ মন্ত্রী ছিলেন!

সবচেয়ে কষ্টের কথা হলো এদেশে সিস্টেম বা কাঠামোর ভিতর থেকেও কথা বলার সংস্কৃতি চালু থাকে না। বড়দের ‘ঈশ্বর’ বানিয়ে ফেলে তোয়াজ, তোষামোদ করে। 

Powerful signal - punish people at the top,not people at the bottom.Example must come from the top. পারলে করে দেখান, মানুষ মনে রাখবে। শুদ্ধাচারের অনেক গল্পই তো শুনলাম!

লেখক: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর