২৩ জুলাই, ২০১৬ ১৫:১১

রাজকীয় সাবমেরিনের সঙ্গে সংঘর্ষের ব্যাখ্যা চায় স্পেন

অনলাইন ডেস্ক

রাজকীয় সাবমেরিনের সঙ্গে সংঘর্ষের ব্যাখ্যা চায় স্পেন

জিব্রালটার উপকূলে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর পরমাণু ডুবোজাহাজ ‘এইচএমএস অ্যামবুশ’র সঙ্গে বুধবার স্থানীয় সময় রাত দেড়টায় একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় জরুরি ভিত্তিতে লন্ডনের কাছে ব্যাখ্যা দাবি করেছে স্পেন। এর অাগে  ব্রিটিশ নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয় ওই সময় এইচএমএস অ্যামবুশ পানির নিচে প্রশিক্ষণ তৎপরতা চালাচ্ছিল।

স্পেনের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, মাদ্রিদের ব্রিটিশ দূতাবাসকে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এদিকে, ব্রিটিশ নৌবাহিনী স্বীকার করেছিল সংঘর্ষে ব্রিটিশ ‘এইচএমএস অ্যামবুশ’ ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে আরও বলা হয়েছিল, সংঘর্ষে অ্যামবুশের পরমাণু চুল্লির কোনো ক্ষতি হয়নি। অবশ্য মেরামতের জন্য একে অন্য জাহাজ দিয়ে টেনে ডকইয়ার্ডে নিয়ে যেতে হয়েছে। 

অন্যদিকে, স্পেনের খ্যাতনামা পরিবেশবাদী আন্দোলনকারী অ্যান্তোনিও মুনোজ বলেছেন, এ ঘটনায় জিব্রালটার সংলগ্ন মহাসাগরে ক্ষতিকারক কিছু ছড়িয়ে পড়েছে কিনা সে বিষয়ে আরও তথ্য  জানার প্রয়োজন রয়েছে। এর আগে, জিব্রালটারে ব্রিটিশ পরমাণু ডুবোজাহাজের উপস্থিতির কঠোর বিরোধিতা করেছে স্পেন। সূত্র: কলকাতা ২৪। 


বিডি-প্রতিদিন/ ২৩ জুলাই, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর