৩ আগস্ট, ২০১৬ ১২:৪২

হীরার আংটিকেও পিছনে ফেলেছে যে আংটিগুলি!

অনলাইন ডেস্ক

হীরার আংটিকেও পিছনে ফেলেছে যে আংটিগুলি!

কখনও খেয়াল করেছেন, তিনটি জিনিস জড়িয়ে থাকে একটা গয়নার সঙ্গে? কল্পনার স্বপ্নবিলাস, নিজস্ব একটা পরিচিতি এবং অবশ্যই স্টাইল স্টেটমেন্ট। আসলে যখনই কেউ গয়না পরেন, তিনি সেটা বেছে নেন তার কল্পনার স্বপ্নবিলাসের জায়গা থেকে। নিজেকে নিয়ে একটা ধারণা থাকে তার যা খুব সযত্নে লালিত হয়ে চলে কল্পনায়, স্বপ্নবিলাসে। সেই জায়গাটাকেই আরও সুন্দর করে তোলার জন্য গয়না বেছে নেওয়া!

দ্বিতীয়ত, সব গয়নাই গায়ে ওঠার পর একটা পরিচিতি পায়। যিনি পরছেন তার ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকে সেই পরিচিতি। লক্ষ্য করলে তাই দেখবেন একই গয়না পরলেও একেকজনকে আলাদা আলাদা দেখতে লাগে।

শেষেরটা স্টাইল স্টেটমেন্ট। ওটার উপরে ভর করেই শুরু হয় গয়না বেছে নেওয়া থেকে পরার পালা। যিনি যেমন গয়না পরছেন, সেভাবে তার স্টাইল স্টেটমেন্ট তৈরি হয়ে যায়।

এই তিনটা ব্যাপারকে মাথায় রেখে এবার গয়নার জগৎকে চমকে দিল সিক্রেট উডস নামে এক সংস্থা। তাদের তৈরি আংটি এই মুহূর্তে রীতিমতো শোরগোল ফেলেছে দুনিয়ায়। এমনকী হীরার আংটি ফেলে বাগদানের জন্য কেনা হচ্ছে সিক্রেট উডস-এর আংটি।

আংটিগুলো তো তৈরি হয়েছে কাঠ দিয়ে। তারপর তা সেজে উঠেছে মোম আর জুয়েলারি রেজিনে। তাহলে হীরার মতন অভিজাত রত্নকে পিছনে ফেলে কেন এই আংটি নিয়ে বিশ্বজুড়ে এত মাতামাতি?

কেন না, এই আংটিগুলো হাতে তৈরি। সযত্নে, মূল্যবান কাঠ কেটে, তা পালিশ করে বানানো হয়েছে একেকটা আংটি। তারপর যেমনটা ছবিতে দেখছেন, উপরের অংশটুকু তৈরি করা হয়েছে মোম আর জুয়েলারি রেজিন দিয়ে। সেটাও কিন্তু বিশুদ্ধ হস্তশিল্প। কোন রকম যন্ত্রের ছোঁয়া লাগেনি আংটিদের গায়ে।

তার সঙ্গেই একেকটা আংটির মধ্যে বন্দি হয়েছে একেকটা কল্পনা বিলাসের দুনিয়া। কোনটায় ধরা দিয়েছে পানির নিচের জগৎ, আবার কোনটায় মেঘের! কোনটা পেয়েছে ধোঁয়া-ওঠা, গোপন দ্বীপপুঞ্জের পরিচিতি, আবার কোনটায় বা মায়াশহরের স্কাইলাইন। 

কিন্তু শুধু এটুকুই নয়। এই প্রত্যেকটা আংটি মাত্র একটি করেই তৈরি হয়েছে ভ্যানকুভারের এই সংস্থায়। মানে যে আংটি আপনার আঙুলসই হল, সেটা আপনার পরিচিতি হয়েই থাকল। পৃথিবীর অন্য কারও কাছে সেটার মতো দেখতে কোনও আংটি থাকবে না।

সেই জন্যই হীরার আংটিকে হারিয়ে দিয়েছে সিক্রেট উডস-এর আংটিরা! কে না চান, তার মনের মানুষটির হাতে এমন একটা জিনিস পরিয়ে দিতে যা কেবল তার আর আপনার প্রেমের প্রতীক হয়েই থাকবে! একেবারে একান্ত ভাবেই! তাছাড়া, হাতের মুঠোয় না-ই বা ধরা দিল বিশ্ব; আঙুলের ডগায় স্বপ্নজগত থাকাটাই বা কম কী!

সূত্র: সংবাদ প্রতিদিন


বিডি প্রতিদিন/৩ আগষ্ট ২০১৬/হিমেল-১৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর