৬ নভেম্বর, ২০১৬ ১৪:৪৩

১৯২ ঘণ্টায় এইডস নির্মূল!

অনলাইন ডেস্ক

১৯২ ঘণ্টায় এইডস নির্মূল!

সম্প্রতি ইসরায়েলের বিজ্ঞানীরা দিয়েছেন এক চমকপ্রদ তথ্য। তারা বলছেন, মাত্র ১৯২ ঘণ্টায় নির্মূল হবে এইডস। বিজ্ঞানীরা এমন এক ওষুধ তৈরি করেছেন যা এইচআইভি আক্রান্ত রোগীকে ৯৭ শতাংশ পর্যন্ত সারিয়ে তুলতে সক্ষম। টাইমস অব ইসরায়েল'র বরাত দিয়ে খবরটি দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।

বিজ্ঞানীদের গবেষণা এমন এক প্রোটিন চিহ্নিত হয়েছে যা এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীকে ৯৭ শতাংশ পর্যন্ত সারিয়ে তুলতে পারবে মাত্র ১৯২ ঘণ্টা বা ৮ দিনে। ওষুধটিতে উপস্থিত গামোরা নামের উপাদান আক্রান্ত শ্বেত-কণিকার সংস্পর্শে এসে সেটিকে ছড়ানোর হাত থেকে আটকে রাখে। অার একারণে ধারণা করা হচ্ছে, ওষুধটি আগামীতে শতভাগ ক্ষেত্রে এইডস নির্মূল করতে সাহায্য করবে।
 
এইচআইভি ভাইরাস রক্তের শ্বেত কণিকাকে আক্রমণ করে। শ্বেত কণিকা মানবদেহকে নানা ধরনের রোগ বা ফ্লুয়ের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। এইচআইভি ভাইরাস শ্বেত কণিকার মধ্যে ঢুকে একাধিক রেপ্লিকা তৈরি করে ছড়িয়ে যেতে থাকে। সারা শরীরে ছড়িয়ে পড়ে তা রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়।


বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ/১১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর