৫ জুলাই, ২০২১ ১১:০৯

এবার একসাথে ৫টি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠালো চীন

অনলাইন ডেস্ক

এবার একসাথে ৫টি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠালো চীন

এবার একসাথে ৫টি কৃত্রিম উপগ্রহ মহাশূণ্যে পাঠালো চীন। শনিবার দেশটির তাইয়ুহান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ছোঁড়া হয় স্যাটেলাইটগুলো।

স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ উৎক্ষেপণ করা হয় জিলিন-ওয়ান জিরো ওয়ান বি, জিংশিদাই-টেন এবং তিনটি জিলিন-ওয়ান নামের স্যাটেলাইট বহনকারী রকেট।

এরমাধ্যমে ৩৭৬তম অভিযান পরিচালনা করলো চীনের লংমার্চ রকেট সিরিজ। 

প্রসঙ্গত, এসব স্যাটেলাইট সাধারণত আবহাওয়া, দুর্যোগের পূর্বাভাস, সমুদ্রসীমার ওপর নজরদারি এবং শত্রুপক্ষের আক্রমণের ব্যাপারে জানান দিতেই ব্যবহৃত হয়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর