১৬ জানুয়ারি, ২০২৩ ০৪:৫০

চায়ের দোকান দেবেন, তাই ছাড়লেন ব্রিটিশ কাউন্সিলের চাকরি!

অনলাইন ডেস্ক

চায়ের দোকান দেবেন, তাই ছাড়লেন ব্রিটিশ কাউন্সিলের চাকরি!

নিজের, মানে একান্ত নিজের কিছু একটা করা চাই। সেই ভাবনা থেকেই চায়ের দোকান খুলে বসেছেন ভারতে শর্মিষ্ঠা ঘোষ। এ পর্যন্ত ঘটনাটা সহজ সরল। 

তবে আপনি ভড়কে যাবেন শর্মিষ্ঠার পেছনের গল্পটা শুনলে। এই চায়ের দোকান দিবেন বলেই ব্রিটিশ কাউন্সিলের চাকরি ছেড়েছেন শর্মিষ্ঠা।

এখন তিনি দিল্লি ক্যান্টস গোপিনাথ বাজারে চা বিক্রি করছেন ছোট্ট একটি অস্থায়ী দোকানে। তার চোখে ভবিষ্যতে চেইন ক্যাফে খোলার স্বপ্ন। 

শর্মিষ্ঠার এই স্বপ্নে যোগ দিয়েছেন তার বন্ধু ভাবনা রাও। ইংলিশে মার্স্টার্স করা শর্মিষ্ঠার সাথে তিনি তার স্বপ্নের ঘুড়িটা জুড়ে দিয়েছেন। 


সূত্র: এনডিটিভি

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর