১৮ জুলাই, ২০২৩ ১৭:২৭

তপ্ত মরুতে নীল জলের খরস্রোতা নদী বানাল আবুধাবি!

অনলাইন ডেস্ক

তপ্ত মরুতে নীল জলের খরস্রোতা নদী বানাল আবুধাবি!

এবার উষর ও তপ্ত মরুভূমির ভেতর দিয়ে নীল জলের খরস্রোতা নদী বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। 

এই নদীর একদিকে আবুধাবির কঠিন পাহাড় এবং অন্যদিকে শুষ্ক মরুভূমি। তার মাঝেই ৫০ মিলিয়ন ডলার খরচ করে একটি পার্কের ভেতরেই এই নদী তৈরি করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির সিটি সেন্টার থেকে মাত্র দেড় ঘণ্টা দূরত্বে মরু শহর আল আইন-এ অবস্থিত আল-আন অ্যাডভেঞ্চার পার্ক 'ওয়াটার রাফটিং', কায়াকিং ও সার্ফিং এর জন্য মধ্যপ্রাচ্যে সবচেয়ে সেরা জায়গা হিসেবে বিবেচিত হয়ে আসছে।

গ্রীষ্মকালে যেখানে তাপমাত্রা থাকে ৪৯ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। যার আশপাশেও কোনো প্রাকৃতিক নদী নেই। সেখানে মানুষের তৈরি করা এমন নদীর দেখা পেয়ে অনেকেই খুশি।

আল-আইন এর এই পার্কে দর্শনার্থীরা বিশ্বমানের কায়াকিং ও রাফটিং করার সুযোগ পাচ্ছেন। ১.২ কিলোমিটারের এই ওয়াটার চ্যানেল সে জন্য জনপ্রিয় হয়ে উঠছে।


সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর