২৫ আগস্ট, ২০২৩ ১৭:০০

চন্দ্রযান-৩: রোভার প্রজ্ঞানের ‌‘মুনওয়াকের’ ভিডিও পাঠাল ল্যান্ডার বিক্রম

অনলাইন ডেস্ক

চন্দ্রযান-৩: রোভার প্রজ্ঞানের ‌‘মুনওয়াকের’ ভিডিও পাঠাল ল্যান্ডার বিক্রম

এবার রোভার প্রজ্ঞানের চাঁদের মাটিতে নামার ভিডিও পাঠিয়েছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম (অবতরণ বাহন)। আজ শুক্রবার সেই ভিডিও প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের ঐতিহাসিক ঘটনার পর ভিডিওটি ধারণ করা হয়। 

এতে দেখা যায়, নিজের চাকায় ভর করে চন্দ্রপৃষ্ঠে নামছে প্রজ্ঞান। বিক্রম রোভারটিকে উপত্যকায় পৌঁছে দেয়। পরিকল্পনা অনুযায়ী বুধবার সন্ধ্যায় প্রজ্ঞান চাঁদের মাটি স্পর্শ করে। 

সেই সাথে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু থেকে প্রথম ছবি ও ভিডিও পাঠানোর ইতিহাসও গড়লো চন্দ্রযান-৩।

শুক্রবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ছয় চাকাযুক্ত রোভার প্রজ্ঞান যখন চাঁদে নামছে তখন তার গায়ে ঠিকরে পড়ছে রোদের আলো। সেই আলোতে প্রজ্ঞানের ছায়া পড়ছে চাঁদের বুকে। 

সূত্র: বিবিসি ও এনডিটিভি

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর