৩০ সেপ্টেম্বর, ২০২৩ ২১:২১

কক্সবাজার বিচ কার্নিভাল; নানা আয়োজনে কাটলো চতুর্থ দিন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার বিচ কার্নিভাল; নানা আয়োজনে কাটলো চতুর্থ দিন

সি সেইফ লাইফ গার্ডের সদস্যরা পর্যটকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।

পর্যটন মেলা ও বিচ কার্নিভালের চতুর্থ দিনে নানান আয়োজনে রঙিন ছিলো কক্সবাজার। আজ অনুষ্ঠিত হয়েছে লাইফগার্ড রেসকিউ ও সার্ফিং প্রদর্শনী। সকালে লাইফগার্ড রেসকিউ ও সার্ফিং প্রদর্শনীর উদ্বোধন করেন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। 

এসময় তিনি বলেন, পর্যটন মেলা ও বিচ কার্নিভালের অন্যতম আকর্ষণ এই ইভেন্টগুলো। এর মাধ্যমে পর্যটকরা আকর্ষিত হবে। যেহেতু বিশ্বের অবিচ্ছেদ্য দীর্ঘতম সমুদ্র সৈকত, সেহেতু এখানে আন্তর্জাতিক ইভেন্টও আয়োজন করা যাবে। 

এসময় সি সেইফ লাইফ গার্ডের সদস্যরা কিভাবে পর্যটকরা বিপদে পড়লে সহযোগিতা চাইতে হবে এবং সমুদ্রের পানিতে ডুবে গেলে পরবর্তী করণীয় সম্পর্কে জানান দিয়ে সবাইকে সচেতন করেন।

এর পরপরই ঢেউয়ের সাথে সার্ফিং করেছে কক্সবাজারের সার্ফাররা। একইদিন বিকেলে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহীন ইমরান। এসময় কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  জাহিদ ইকবাল, পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনাসহ সংশ্লিষ্টরা।

এছাড়াও বিচ ম্যারাথন এবং প্রতিদিনের ন্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিজে শো অনুষ্ঠিত হচ্ছে। 

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালে প্রতিদিনই থাকবে নানা আয়োজন। এসবের মধ্যে রয়েছে সার্কাস প্রদর্শনী, বিচ বাইক র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ম্যারাথন, বিচ ভলিবল, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান এবং কনসার্ট।

মুহাম্মদ শাহীন ইমরান বলেন, পর্যটক ও দর্শনার্থীদের বিনোদনে এবারের মেলায় রাখা হচ্ছে বিনামূল্যে সার্কাস প্রদর্শনী। লোকাল শিল্পীর পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা আসবেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর