১৭ ডিসেম্বর, ২০২৩ ১৮:১৯

সখীপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সখীপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা

টাঙ্গাইলের সখীপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের  ডাবাইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলা দেখতে কয়েক গ্রামের মানুষ উপচে পড়া ভিড় জমায়। 

স্থানীয়রা জানায়, বিজয়ের মাস উপলক্ষ্যে ডাবাইলপাড়া গ্রামের আয়োজনে স্থানীয় ছেলের বাবা বনাম মেয়ের বাবার মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। ছেলোর বাবা আব্দুস সাত্তার ও মেয়ের বাবা আব্দুল মজিদের নেতৃত্বে এ খেলা কাউকে না হারিয়ে খেলা ড্র করা হয় বলে জানায় এ খেলার রেফারি ও স্থানীয় ইউপি সদস্য কহিনূর ইসলাম। খেলার পুরুষ্কার হিসেবে বড় খাসি জবাই করে রাতের বেলায় সম্মিলিত ভাবে খাওয়ার আয়োজন করা হয়। 

ইউপি সদস্য কহিনূর ইসলাম বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ হাডুডু খেলায় ছেলের বাবা ও মেয়ের বাবার মধ্যে জয় পরাজয় কোনো বিষয় ছিলো না। বিজয়ের মাস উপলক্ষ্যে সবাই মিলে একটু আনন্দ করলাম এটাই ছিলো এ খেলার মূল উদ্দেশ্য।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর